শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে সিএনজির বাড়তি ভাড়া: যাত্রীদের ভোগান্তি চরমে মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে : মুহাম্মদ আবদুল জব্বার জাতির প্রত্যেকটি দূর্যোগ মোকাবিলায় জিয়াউর রহমান সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে : কাজী মনিরুজ্জামান মনির রূপগঞ্জে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার ৭ জনের রূপগঞ্জে আইফোন কিনতে গণধর্ষণের নাটক রূপগঞ্জে কলেজছাত্রী অপহরণ: অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিবারের কাছে মুক্তিপণ দাবি রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেতে ৬ নেতার দৌড়ঝাঁপ, জামায়াত ইশা এনসিপির একক প্রার্থী উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্যে জেলা হিন্দু ছাত্র মহাজোটের প্রার্থনা তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ

রূপগঞ্জে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার ৭ জনের

নিজস্ব প্রতিবেদক / ১০২ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
Oplus_0

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর চাপে স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছে স্থানীয় ৭ মাদক ব্যবসায়ী। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকা বাজার এলাকায় এলাকাবাসীর উপস্থিতিতে তারা এ অঙ্গীকার করেন।

এদের মধ্যে রয়েছেন উপজেলা মৈকুলী এলাকার হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, একই এলাকার বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভূঁইয়ার ছেলে শ্যামল, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া।

এলাকাবাসী জানায়, এই ৭ জন মৈকুলী এলাকায় বড় মাদকের ডিলার হিসেবে পরিচিত। তারা মৈকুলীসহ উপজেলার বিভিন্ন স্থানে তাদের লোকজন দিয়ে খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে মৈকুলী এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী মাদকবিরোধী একটি সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় মৈকুলী এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।

এর প্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এতে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। শনিবার দুপুরে এলাকাবাসীর উপস্থিতিতে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন

এ সময় তারা বলেন, আমরা পুলিশকে মাসোহারা দিয়েই মাদক ব্যবসা করতাম। এলাকাবাসীর চাপে আমরা অঙ্গীকার করছি আর মাদক ব্যবসা করব না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরনের উদ্যোগ অবশ্যই ভালো। তবে এ সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। মাদক রোধে সকলকেই এগিয়ে আসতে হবে।

পুলিশের মাসোহারা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঢালাও অভিযোগ দিলে তো হবে না। সুনির্দিষ্টভাবে বললে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category