নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে মিছিলটি বের হয় এবং মুড়াপাড়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, ‘তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কটূক্তি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে, যা সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, আমরা বিগত ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়িনি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ স্বাধীন বাংলাদেশ। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না।
বক্তব্য দেন যুবদল নেতা সোহেল ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারসহ অন্যরা। তারা বলেন, সরকার ভয়ের পরিবেশ তৈরি করে কণ্ঠরোধ করতে চায়, কিন্তু যুবদল রাজপথে থেকেই জবাব দেবে।