শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে সিএনজির বাড়তি ভাড়া: যাত্রীদের ভোগান্তি চরমে মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে : মুহাম্মদ আবদুল জব্বার জাতির প্রত্যেকটি দূর্যোগ মোকাবিলায় জিয়াউর রহমান সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে : কাজী মনিরুজ্জামান মনির রূপগঞ্জে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার ৭ জনের রূপগঞ্জে আইফোন কিনতে গণধর্ষণের নাটক রূপগঞ্জে কলেজছাত্রী অপহরণ: অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিবারের কাছে মুক্তিপণ দাবি রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেতে ৬ নেতার দৌড়ঝাঁপ, জামায়াত ইশা এনসিপির একক প্রার্থী উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্যে জেলা হিন্দু ছাত্র মহাজোটের প্রার্থনা তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ

তারেক জিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করা হবে

শ্রী দিপু চন্দ্র গোপ / ৬৪ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 

শ্রী দিপু চন্দ্র গোপ 

বিজিএমই’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলছেন, বাংলাদেশকে ধংস্ব করতে আওয়ামীলীগের প্রেতাত্বারা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্র রূখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার ২১ ডিসেম্বর রূপগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তারেক জিয়াকে যারা ভয় পায়, যারা তার নেতৃত্বের সামনে দাড়াতে পারবেনা তারা ষড়যন্ত্র করছে। এই দেশের মানুষের গণতন্ত্র রক্ষা করা, এই দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা, এই দেশে বৈষম্য দূর করার সমস্ত আন্দোলনকে সামনে রেখে তিনি সুন্দর কর্মসূচী দিয়েছেন। তা হলো ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়ন করতে আজকে লক্ষ লক্ষ লোক এখানে সমাগত হয়েছেন। এই ৩১ দফা সম্পর্কে আপনাদের সবাইকে জানতে হবে বুঝতে হবে এবং সাধারণ মানুষকে জানাতে হবে। কাজি মনির হুশিয়ারী দিয়ে বলেন তারেক জিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করা হবে।

শোভাযাত্রাটি সকাল ৯টায় তারাব পৌরসভার রূপসী ম্যাক্স গার্মেন্টস থেকে শুরু হয়ে রূপসী, বরপা, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া এলাকা হয়ে মুড়াপাড়া মঠেরঘাট মাঠে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মাসুম, সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহম্মদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিম সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাঈম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা ও আলী হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category