এরইমধ্যে ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা যুক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তবে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে থাকেন বেশি আলোচনায়। এমনকি মাঝে মাঝেই ট্রলের শিকার হতে হয় তাকে।
এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগালেন বন্ধুর বিপদে! ক’দিন আগেই শাহরুখ-কন্যা সুহানা নেটফ্লিক্সের সিনেমা ‘দি আর্চিজ’ দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। সিনেমাটি মুক্তির পর থেকেই নেতিবাচক আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। যা নিয়ে শুরুতেই রীতিমতো হতাশায় ভুগছেন তিনি। তবে নিজের ছোটবেলার বন্ধুর পাশে সঠিক সময়েই দাঁড়ালেন অনন্যা। নিজের অভিজ্ঞাতার আলোকে অনুপ্রেরণা জোগালেন তাকে।